জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ‘কমল মেডি এইড’ নামের স্বেচ্ছাসেবী কার্যক্রম চালু করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক সদস্য ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু বকর খান। তিনি জবি ফার্মেসি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
এবিষয়ে আবু বকর বলেন, “২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফা—‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’—থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ‘কমল’ থেকে সংগঠনের নামকরণ করা হয়েছে।”
তিনি আরো বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা নেই বললেই চলে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সামর্থ্য অনুযায়ী সবার পাশে থাকার চেষ্টা করব। কোন দিনে কোন সেবা দেওয়া হবে, তা আগে থেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।”
জানা গেছে, ‘কমল মেডি এইড’ একটি চিকিৎসা সেবা দানকারী স্বেচ্ছাসেবী সংগঠন। এর মাধ্যমে সপ্তাহের বিভিন্ন দিনে ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এ সময় শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পাবেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হলগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করার পরিকল্পনাও রয়েছে।
একুশে সংবাদ/এ.জে