বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বোরো ধান সংগ্রহে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) বরিশাল বিভাগীয় মাসিক সমন্বয় সভায় বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বোরো ধান সংগ্রহে তিনি সরকারের চাহিদা অনুযায়ী নির্ধারিত ধান সংগ্রহ, কৃষকদের সময়মতো বিল পরিশোধ এবং সংগৃহীত ধান মিলগুলোতে পাঠাতে সফল হয়েছেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

