বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগ একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা একীভূতকরণের কুফল তুলে ধরে বলেন, বাংলা ও ভাষাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্নধর্মী বিষয়; একীভূত হলে পাঠদান, নিয়োগ ও ন্যায্যতার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।
বাংলা বিভাগের ২০তম আবর্তনের শিক্ষার্থী তৌসিফ আলম বলেন, “বাংলা বিভাগ ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল লেখালেখি নিয়ে কাজ করে। অপরদিকে ভাষাবিজ্ঞান হলো ভাষা-সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক গবেষণা, যা সব ভাষাকেই অন্তর্ভুক্ত করে। আলাদা ভাষাবিজ্ঞান ক্যাডার বা গবেষণা শাখা থাকলে দুই বিভাগই নিজস্ব উদ্দেশ্য ধরে এগোতে পারবে।”
একই বর্ষের শিক্ষার্থী সাবিদুল ইসলাম শিহাব বলেন, “বাংলা আমাদের জাতীয় ও প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিযোগিতা ইতিমধ্যেই বেশি; উপরন্তু আসন সীমিত থাকায় অনেক শিক্ষার্থী সুযোগ পাচ্ছেন না।”
আফিয়া স্নেহা প্রস্তাব করেন, “ভাষাবিজ্ঞানকে আলাদা সুযোগ দিতে হবে, নতুবা দুই বিভাগ এক করলে ক্যাডার সংখ্যা দ্বিগুণ করে ‘বাংলা ও ভাষাবিজ্ঞান’ নামে অন্তর্ভুক্ত করতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি পিএসসির (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) এক বিজ্ঞপ্তিতে বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা ও ভাষাবিজ্ঞান বিভাগ একীভূত করার ঘোষণা দেয়, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
একুশে সংবাদ/এ.জে