AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিকৃবিতে  PRADHIKAR ও IVSA SAU Bangladesh কর্তৃক কুকুরের ডিওয়ার্মিং প্রোগ্রাম আয়োজন


Ekushey Sangbad
সিকৃবি প্রতিনিধি
০৮:৫১ পিএম, ২৬ জুলাই, ২০২৫

সিকৃবিতে  PRADHIKAR ও IVSA SAU Bangladesh কর্তৃক কুকুরের ডিওয়ার্মিং প্রোগ্রাম আয়োজন

প্রাণী স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকার ৩০-এর বেশি পথকুকুরকে কৃমিনাশক ওষুধ (ডিওয়ার্মিং) প্রদান করেছে দুটি সংগঠন — প্রাণীর অধিকার ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা অলাভজনক সংগঠন “প্রাধিকার (PRADHIKAR)”, এবং ভেটেরিনারি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম IVSA SAU Bangladesh। 

প্রোগ্রামটির শুরু হয় আজ শনিবার (২৬ জুলাই), সকাল ৮:৩০ মিনিটে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC) এর সামনে থেকে। এরপর সারা দিনব্যাপী সিকৃবি চত্বর ও আশপাশের এলাকায় কুকুরগুলোকে ডিওয়ার্মিং করা হয়।

এসময় প্রাধিকার সভাপতি বলেন,  অবহেলিত প্রাণীর আর্শীবাদ স্বরুপ প্রাধিকার ২০১২ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। সিকৃবি ক্যাম্পাস ও সিলেটে প্রাণীর অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করার পাশাপাশি বিনামূল্যে টিকাদান, কৃমিনাশক খাওয়ানো, প্রাণী নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম, বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটির সদস্যরা।"

এরপর  IVSA প্রেসিডেন্ট বলেন, “Serving the animals, empowering the future vets.” এই বার্তা নিয়ে ২০১৭ সালে গঠিত হয় IVSA SAU Bangladesh। এটি International Veterinary Students’ Association (IVSA)-এর অধীন একটি স্থানীয় সদস্য সংগঠন, যা SAU-এর ভেটেরিনারি শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ, প্রাণী কল্যাণমূলক কাজ, ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে উৎসাহিত করে। এই যুগপৎ প্রয়াস আমাদের স্মরণ করিয়ে দেয়,প্রত্যেক প্রাণী গুরুত্বপূর্ণ। যত্ন, সচেতনতা ও সহানুভূতিই পারে পথপ্রাণীদের জীবন বদলে দিতে।"

উল্লেখ্য, ডিওয়ার্মিং প্রোগ্রামের উদ্দেশ্য ছিল পথকুকুরদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা —যা “One Health” দৃষ্টিভঙ্গির একটি বাস্তব উদাহরণ।
 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!