AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৬ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন পর্যটন সচিব নাসরীন জাহান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, “পহেলা নভেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। দ্বীপটি খোলা থাকবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দুই মাস শুধু দিনের ভ্রমণ অনুমোদিত হবে। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকরা রাতযাপন করতে পারবেন। এরপর আবার দ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হতে পারে।”

এ সময় পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, সেন্টমার্টিনসহ দেশের পর্যটন খাতের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাওয়া নিষিদ্ধ করা হয়। এ নিষেধাজ্ঞা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!