AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বৃহত্তর নোয়াখালী সমিতির সংবর্ধনা


Ekushey Sangbad
সিকৃবি প্রতিনিধি
১০:৫২ পিএম, ১২ জুলাই, ২০২৫

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বৃহত্তর নোয়াখালী সমিতির সংবর্ধনা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল পাটওয়ারী কে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী কল্যান সমিতি সিলেটের নেতৃবৃন্দ ও সদস্যরা। 

শুক্রবার (১১ জুলাই) রাতে সিলেট শহরের কুমারপাড়াস্থ হোটেল ক্রাউন পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেয়া হয়। বৃহত্তর নোয়াখালী কল্যান সমিতি সিলেটের আহবায়ক ও  সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর গুণী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডাঃ মোঃ ইসমাইল পাটওয়ারী বলেন, যদিও আমি জন্মসূত্রে বৃহত্তর নোয়াখালীর বাসিন্দা তবে  সিলেটে স্থায়ী হয়ে গিয়েছি। বর্তমানে আমি এখানকার ভোটার তবে আমার দায়িত্ব রয়ে গিয়েছে। যেহেতু আমি জন্মসূত্রে নোয়াখালীর বাসিন্দা আমি চাই বৃহত্তর নোয়াখালীর যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে ভালো কিছু করুক। আমরা একেকজন একেকটি বিভাগে কাজ করি। এক্ষেত্রে আমরা যদি একে অপরের সহযোগিতা এগিয়ে আসি তাহলে আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়বে।

তিনি বলেন, আমাদের এখানে বৃহত্তর নোয়াখালীর অনেকেই আছেন। আমাদের এখানে যদি একটি নিজস্ব স্থাপনা তৈরি করতে পারি,  আমরা যদি প্ল্যান মাফিক এগিয়ে যাই তাহলে সাফল্য আমাদের হাতছানি দিবে। আমরা  ত্রান কার্যক্রম, বৃক্ষরোপণ থেকে শুরু করে জনসচেতনতা বিষয়ক অনেক প্রোগ্রাম আয়োজন করতে পারি। এছাড়া বৃহত্তর নোয়াখালীর জন্য  বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা ইত্যাদি করতে পারি। এছাড়া বৃহত্তর নোয়াখালীতে যেসব জিনিস নিয়ে মানুষ পিছিয়ে আছে সেসব জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি। 

বৃহত্তর নোয়াখালী কল্যান সমিতি সিলেটের আহবায়ক  ও  সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, আজ আমাদের জন্য এক বিশেষ গর্বের দিন কারণ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক মোহাম্মদ ইসমাইল পাটোয়ারী এই অনুষ্ঠানে স্বশরীরে  উপস্থিত হয়ে  আমাদেরকে সম্মানিত করেছেন। বৃহত্তর  নোয়াখালী কল্যাণ সমিতি সিলেটের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন  জ্ঞাপন করছি। আজ তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের ও গৌরবের। আমরা বিশ্বাস করি উনার অভিজ্ঞতা ও দূরদর্শিতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা ও গবেষণার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি কেন্দ্র হয়ে উঠবে এবং  দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিলেটের কর্মরত বৃহত্তর নোয়াখালী গুণী ব্যাক্তিবর্গের মধ্যে দৈনিক সিলেটের ডাকের প্রচার সম্পাদক ও বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সদস্য সচিব এস এম স্বপন মাহমুদ, সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান, অধ্যাপক ডা. হেজবুল্লাহ জীবন, ডা. জেব এই নাজমুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডের জি এম তারেক, এসএমপি সিলেট সাউথ জোনের এডিসি এডমিন আকলিমা আক্তার, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের, অধ্যাপক ড. নারায়ন সাহা, ড. আব্দুল মুকিত, এলডিজএডি এর সাবেক প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল পাটওয়ারী বৃহত্তর নোয়াখালীর রামগঞ্জে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি  সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপনা করেন। এছাড়া সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালী কল্যান সমিতি সিলেট মূলত সিলেটে অবস্থানরত ফেনী, নোয়াখালী ও লক্ষিপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সংগঠন। নিজেদের মানুষদের প্রতি সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এই সংগঠন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!