গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে হামলার জন্য দায়ী করে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগিতায় তাদের মিছিলে আকস্মিক হামলা চালানো হয়। আহত কর্মীদের অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে এবং আশঙ্কা রয়েছে যে আবারও আক্রমণ হতে পারে।
ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

