AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল



যবিপ্রবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে যবিপ্রবির শিক্ষার্থীরা। 

শুক্রবার (৯ মে) রাত নয়টায় যবিপ্রবির শহীদ মসীয়ূর রহমান হল থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়ে মুনসি মেহেরুল্লাহ হল হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "চাই না চাই না রাজনীতি চাই না", "রাজনীতির বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন", "ক্যাম্পাসে রাজনীতি চলে প্রশাসন কি করে?", "আরেরকটা কুয়েট হোক ,চাই না চাই না","আপোস না সংগ্রাম , সংগ্রাম সংগ্রাম", "দালালি না রাজপথ , রাজপথ রাজপথ" ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিব বলেন," কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সকল ধরনের রাজনীতি করা নিষিদ্ধ। কিন্তু এ নিয়ম উপেক্ষা করে ছাত্রদলের কিছু ছেলে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদের আঙ্গিকে বলতে চাই রাজনীতি মুক্ত এই ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি আমরা চাইনা। যেই দলই ক্যাম্পাসে রাজনীতি ঢুকানোর পায়তারা করবে তাদেরকেই আমরা প্রতিহত করতে প্রস্তুত।"

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তপু বলেন,"আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে  বলতে চাই আজকে যারা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ক্যাম্পাসে রাজনীতি ফিরানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়াও আরেকটা  বিষয় সবার উদ্দেশ্যে বলতে চাই,যখনই কেউ তাদের অপচেষ্টা রুখতে চাই তখনই তারা অতীতের মতো অন্যদের বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ ছাত্ররা বলতে চাই ট্যাগের রাজনীতি আমরা অনেক সহ্য করেছি। সাধারণ শিক্ষার্থীরা আর এসব সহ্য করবেনা। তাই আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসে কোনো দলের রাজনীতি দেখতে চাইনা।"

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামিউল বলেন, "বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলমান থাকলে কি পরিস্থিতি হয় টা আমরা পূর্বে দেখেছি। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই সম্পর্কে আমরা সকলেই জানি। তাই আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনো ছাত্র রাজনীতি আসুক। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই বিষয়ে যথাযথ নজর দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেন।"

উল্লেখ্য, শুক্রবার গুচ্ছ ‍‍`এ‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে যবিপ্রবির ছাত্রদলের নেতাকর্মীর শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে হেল্প ডেস্ক করে ও তাতে গুটিকয়েক শিক্ষার্থী বাধা দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নাম সম্বলিত ছাত্রদলের নাম ও লোগো খচিত ফাইল জব্দ করে প্রশাসন।

 

একুশে সংবাদ/যবিপ্রবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!