AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবিতে পাঁচ হলের মিলনস্থলে উদ্বোধন হলো ‍‍`ভাতৃত্বের মোহনা‍‍`



বাকৃবিতে পাঁচ হলের মিলনস্থলে উদ্বোধন হলো ‍‍`ভাতৃত্বের মোহনা‍‍`

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছেলেদের পাঁচটি আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকের পাড়ে নির্মিত হয়েছে একটি মনোমুগ্ধকর ঘাট, যার নামকরণ করা হয়েছে ‘ভ্রাতৃত্বের মোহনা’।

শনিবার(৩ মে) সকালে এই ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, শিক্ষক, কর্মকর্তা ও হলের শিক্ষার্থীরা।

ঘাটটির উপকারিতা প্রসঙ্গে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর হবে। এখানে তারা আরামে সাঁতার কাটতে পারবে এবং ভবিষ্যতে জলক্রীড়াভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করারও পরিকল্পনা রয়েছে। তিনি পুকুরের পানির মান বজায় রাখতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া স্মৃতিচারণ করে বলেন, তিনি নিজেও শিক্ষার্থীকালীন এই পুকুরে সাঁতার কাটতেন, কিন্তু তখন ঘাট না থাকায় নানা অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই অভিজ্ঞতা থেকেই ঘাট নির্মাণের চিন্তা আসে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই ঘাটে বসে সময় কাটাবে, সাঁতার শিখবে ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে। এই জায়গাটি যেন সকলের মিলনস্থল হয়, সেই চিন্তা থেকেই এর নাম রাখা হয়েছে ‘ভ্রাতৃত্বের মোহনা’।

শহীদ নাজমুল আহসান হলের নিলয় বলেন, তীব্র গরম থেকে বাঁচতে এখন প্রতিদিন ক্লাস শেষে লেকে ঝাঁপ দিব। সাঁতার কাটলে শরীরও ভালো থাকবে।


একুশে সংবাদ/বাকৃবি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!