সমন্বিত গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৬ হাজার ৯২৪ জনের মধ্যে উপস্থিত ছিল ৬ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৯৬ শতাংশ। শুক্রবার দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত ইবির পাঁচটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ। এসময় সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোন ধরনের অসংগতি লক্ষ্য করা যায়নি। উপস্থিতি ছিল সন্তোষজনক।
এদিকে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত ছিল। যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিল ভ্রাম্যমাণ আদালত এবং অসুস্থ পরীক্ষার্থীদের জন্য মেডিকেল টিমের ব্যবস্থা ছিল। এছাড়া প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল ও ছাত্রশিবির সহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক ও অবিভাবক কর্নার ছিল। যেখান থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের সহযোগিতা পেয়েছে।
একুশে সংবাদ//ইবি / এ.জে