আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণশ্রমিকদের জন্য স্বাস্থ্য ক্যাম্পেইন এবং মৌসুমি ফল বিতরণসহ বর্ণাঢ্য আয়োজন করেছে `বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন`। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ আয়োজন করা হয়।
আয়োজনে প্রায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিকের অংশগ্রহণে একটি আলোচনা সভা, হাড়িভাঙ্গা খেলা, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং তরমুজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। আয়োজক সংগঠন `বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন` এর সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল, সাজ্জাতুল্লাহ শেখ ও ইসমাইল হোসেন রাহাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমন্বয়ক এস এম সুইট বলেন,“কৃষক-শ্রমিকরা দেশের মূল স্টেকহোল্ডার হলেও তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া হয় না। তারা শুধু অর্থনীতির চালিকাশক্তি নয়, নানা সময়ে গণআন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সমাজে মালিক-শ্রমিক দূরত্ব কমাতে এবং তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”
উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,“শ্রমিকদের ঘামে মিশে আছে দেশের উন্নয়ন। এখনও আমরা মালিক ও শ্রমিকের ব্যবধান ঘুচাতে পারিনি। শ্রমিকদের প্রতি আইনি সুরক্ষা এবং সামাজিক সম্মান প্রতিষ্ঠায় আমাদের সচেতনতা জরুরি। বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনাই হলো — মানুষকে মানুষ হিসেবে সম্মান করা।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে ধারাবাহিকভাবে এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/ইবি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :