AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেরোবিতে সেলুন,লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন


Ekushey Sangbad
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
০৯:২২ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫

বেরোবিতে সেলুন,লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবাসিক শিক্ষার্থীদের জন্য সেলুন, লন্ড্রি ও স্টেশনারী দোকান উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার উত্তর পার্শ্বে তিনটি আবাসিক হল এবং আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার জন্য এসব দোকান উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য তিনটি আবাসিক হলের মধ্যবর্তী স্থানে এই তিনটি দোকান উদ্বোধন করা হলো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়োজনীয় এ ধরনের দোকানের সুবিধা না থাকায় শিক্ষার্থীদের কষ্ট করে দূরে যেতে হতো। সেলুন, লন্ড্রি ও স্টেশনারী দোকানের ব্যবস্থা থাকলে তারা সহজেই এখন থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবে।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের প্রয়োজনীয়তা এসব দোকান থেকে পূরণ করতে পারবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানাসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!