মাগুরায় শিশু ধর্ষণসহ সকল ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত এবং জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) বেলা ১২টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। এসময় শিক্ষার্থীরা ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানিয়ে মাগুরাসহ দেশে সংঘটিত সকল ধর্ষণের ঘটনায় দোষীদের বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ধর্ষণকারীদের শাস্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আধা ঘন্টা পর সড়ক ছাড়েন তারা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়াও তারা ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চাই’, ‘ধর্ষণের বিচার মৃত্যুদন্ড দেওয়া হোক’, ‘আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক সাদিয়া মাহমুদ মীম বলেন, ‘একটা মেয়ে যার এখন খেলার বয়স, তার উপর পাশবিক অত্যাচার করা হচ্ছে। আমাদের দাবি, ধর্ষকদের মৃত্যুদন্ড জনসম্মুখে নিশ্চিত করতে হবে। জনসম্মুখে মৃত্যুদন্ড নিশ্চিত করে এটা যে কতটা ভয়ঙ্কর অপরাধ তা যেন সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমাদের মা-বোনদের উপর যারাই ধর্ষক বা নিপীড়কের দৃষ্টিতে তাকাবে ছাত্র সমাজের দায়িত্ব হবে তাদের সেই চোখগুলো উপড়ে ফেলা। ধর্ষকদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে ধর্ষকদের বিচারের দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা ক্ষোভে ফুসে উঠেছে। এ ক্ষোভের বিস্ফোরণ ঘটার আগেই দ্রুত ধর্ষকদের বিচার নিশ্চিতের জন্য সরকারকে আহবান জানাচ্ছি।
একুশে সংবাদ/বিএইচ
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
