জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া জাহান লাকী, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এন. রবিন শীর্ষ, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কী ও লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী।
এই টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে লক্ষ্মীপুর পৌরসভা বনাম রামগঞ্জ থানা একাদশ মুখোমুখি হয়। খেলায় রামগঞ্জ উপজেলা একাদশ ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

