পরিবেশবাদী সংগঠন গ্ৰীন ভয়েসের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখার উদ্যোগে প্রকৃতি নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পেপার প্রেজেন্টেশন করে সংগঠনটি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টায় ডায়না চত্বরে এ কার্যক্রম করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন এবং জিওগ্ৰাফী এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো: আনিসুল কবীর।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, রিপোর্টাস ইউনিটের সভাপতি ফারহানা নওসিন তিতলী, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী, জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল তামান্না, সমন্বয়ক এস.এম.সুইট ও সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ ইমন, সম্পাদক মিলন রানা মুরাদ।
প্রেজেন্টেশনে অংশ নেয়, গ্ৰুপ ‘সবুজা’ বিষয়: শিল্পায়ন বনাম পরিবেশ টেকসই উন্নয়ন চ্যালেঞ্চ, ‘প্রকৃতি’ বিষয়: বায়ুদূষণ নিয়ন্ত্রণ নিঃশ্বাসে আনো সতেজতা, ‘অরণ্য’ বিষয়: মরুকরণ মরুভূমি বিস্তারের বৈশ্বিক হুমকি, ‘বৃক্ষা’ বিষয়: অভ্যন্তরীন নদী অববাহিকা ধ্বংস বাংলাদেশ প্রেক্ষাপট, ‘পরিবেশা’ বিষয়: পারমানিক শক্তি পরিচ্ছন্ন জ্বালানি নাকি নতুন হুমকি, ‘প্রাণধারা’ বিষয়: জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার-সংকট, ‘বনানী’ বিষয়: বৃক্ষরোপণ পৃথিবীর ফুসফুস রক্ষা করি, ‘উধা’ বিষয়: জলবায়ু উত্তপ্ত ভবিষ্যতের মানবিক সংকট। ‘তরঙ্গা’ বিষয়: জলবায়ু পরিবর্তন আজই পদক্ষেপ নাও, নয়তো কাল আরও কঠিন হবে।
মিলন রানা মুরাদ বলেন, আজকের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বায়ুদূষণ, প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও নদী অববাহিকা ধ্বংসসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেছে। এমন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই করছে না, বরং বাস্তব জীবনে পরিবেশ রক্ষার অঙ্গীকারও করছে। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করবে ইনশাআল্লাহ।
অধ্যাপক ড. আরমীন খাতুন বলেন, “বর্তমান প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশের প্রতি সংবেদনশীল করে তোলার এটি এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের এমন সৃজনশীল অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রকৃতির সুরক্ষায় প্রত্যেকের ভূমিকা অপরিহার্য। গ্রীন ভয়েসের এই আয়োজন টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
