AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুদানে গণহত্যার প্রতিবাদে ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৫:২১ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

সুদানে গণহত্যার প্রতিবাদে ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুদানসহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন করে সংগঠনটি। এসময় সংগঠনটির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ, গোলাম রব্বানী ও মোবাশ্বির আমিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে এস এম সুইট বলেন, বর্তমান সময়ে সুদানে যে ব্যাপক গণহত্যা চলছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি।  সুদানের জনতাকে বলতে চাই আমরা আপনাদের সাথে আছি, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা লড়াইয়ে শামিল হোন। জুলাই অভ্যুত্থানে আমাদের আমাদেরকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছিল ফিলিস্তিনের যোদ্ধারা। সুদানে যে ধ্বংসযজ্ঞ চলছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আপনাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। আজকে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক আশা জাগিয়েছে। কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং গণহত্যার শিকার হওয়া জনগোষ্ঠী নিয়ে অনেকে বিভিন্নভাবে বুলি আওড়ালেও তাদেরকে মাঠে কখনো দেখা যায় না।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিকতা এবং তারা যে এখনো মেরুদণ্ড সোজা রেখে কথা বলতে জানে এবং গণহত্যার বিপক্ষে যে তারা কথা বলতে জানে সেটি প্রমাণ করে। আগামী দিনে আমরা আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং সারা পৃথিবীতে যে গণহত্যা চলছে, গণহত্যার বিপক্ষে আমরা জনমত তৈরি করব। এবং জনমত তৈরি করার মাধ্যমে এই গণহত্যায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করব ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!