ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়াংগর) আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহাসচিব।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
প্রার্থিতা ঘোষণা হওয়ার পর থেকে পিরোজপুর-২ ও ৩ আসনের বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

