জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতা। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসাইন ও কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম এবং কর্মী মো. ফাহাদ।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
