AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেফারির ভুল সিদ্ধান্তে ববিতে ওয়াটারপোলো খেলা স্থগিত


রেফারির ভুল সিদ্ধান্তে ববিতে ওয়াটারপোলো খেলা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিভাগ ওয়াটারপোলো খেলায় রেফারির একাধিক ভুলে সিদ্ধান্তে ফাইনাল খেলা স্থগিত হয়েছে৷

মঙ্গলবার (২৮ নভেম্বর)  আন্তঃবিভাগ ওয়াটারপোলোর ফাইনাল খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ও ইংরেজী বিভাগ অংশগ্রহণ করে৷ খেলার শেষের দুই মিনিট আগে ইংরেজী বিভাগের বিপক্ষে পেনাল্টি নিয়ে রেফারির বাঁশির সিদ্ধান্ত নিয়ে সমস্যার সৃষ্টি শুরু হয়৷ দীর্ঘক্ষণ খেলা স্থগিতের পর একপর্যায়ে সিদ্ধান্তে মেনে নিয়ে  ইংরেজী বিভাগ খেলা শুরু করে৷ পরবর্তী শেষ তিন মিনিটে ইংরেজি বিভাগ গোল দিয়ে সমতায় আসলেও শেষ ২৫ সেকেন্ডে সমাজবিজ্ঞান বিভাগ গোল দেয় কিন্তু রেফারি সেটা গোল হিসাবে বিবেচনা না করে ২-২ এ সমতা রেখে খেলা শেষ করে৷ পরবর্তীতে ট্রেইবেকারে খেলা গড়ানোর সিদ্ধান্তের সময় সমাজ বিজ্ঞান বিভাগ অভিযোগ তোলে শেষ মিনিটের গোলকে বিবেচনা করে তাদের বিজয়ী ঘোষণা করতে হবে এবং সহযোগী রেফারি(লাইন্সম্যান) ইংরেজী বিভাগের শিক্ষার্থী হিসাবে কিভাবে দায়িত্ব পালন করে৷ রেফারির এমন বিতর্কিত সিদ্ধান্তের জন্য খেলার কোন ফলাফল দিতে পারেনি কর্তৃপক্ষ৷

এ বিষয়ে ইংরেজী বিভাগের অধিনায়ক আব্দুর রহিম বলেন, ফাউল নিয়ে রেফারির সঙ্গে দুই খেলোয়াড় মাঠের বাইরে থাকলেঅ এবং কথা চলাকালীন সময়ে বাঁশি দেই সেটা কেউ আমরা শুনতে পারিনি৷ তবে রেফারির দাবি তিনি বাঁশি দিয়েছেন৷ দুইটা প্লেয়ার মাঠের বাইরে থাকা অবস্থায় রেফারি কিভাবে পেনাল্টির বাঁশি দেয়?এটা আমার প্রশ্ন! পরবর্তীতে পেনাল্টি মেনে নিয়ে আমরা খেলা শুরু করি৷ পরে এক মিনিটের ভেতরে আমরা গোল দিয়েছি৷ ট্রাইব্রেকারের খেলা শেষ হওয়ার কথা৷ সমাজবিজ্ঞান বিভাগ সেটা মেনে নিবে না৷ কর্তৃপক্ষ কোন ধরণের সিদ্ধান্ত দেইনি৷এটা কেন হবে?আমরা তো ট্রাইবেকারে খেলার জন্য প্রস্তুত৷

এ দিকে সমাজবিজ্ঞান বিভাগের অধিনায়ক মুস্তাকিম বলেন, খেলা শেষ হওয়ার পর সর্বশেষ গোল হয়েছে কিন্তু রেফারি গোল দেই নি৷ এছাড়াও খেলার লাইন্সম্যান হিসাবে ইংরেজী বিভাগের শিক্ষার্থীকে দায়িত্ব কিভাবে দেয়? এটা আমার অভিযোগ? এখানে রেফারি এবং শারীরিক অধিপ্তরের গাফলতির কারণে এই সমস্যার কারণে এটা সৃষ্টি হয়েছে৷ 

নাম প্রকাশ না করার শর্তে একজন দর্শক বলেন, রেফারির ভুল সিদ্ধান্তে খেলায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলাটির ফলাফল মাঠেই দিয়ে টুর্নামেন্টটি শেষ করতে পারতো৷ রেফারির অজ্ঞতার কারণে আজ এতো বিতর্ক৷দক্ষ রেফারি থাকলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না৷

এ বিষয়ে রেফারি ও শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক নুর ইসলাম বলেন, খেলা শেষ হয়েছে কিন্তু ফিনিসিং হয়নি৷ আগামীকাল সিদ্ধান্ত হবে৷ সমাজ বিজ্ঞান বিভাগের শেষ মিনিটে গোল প্রসঙ্গ বিষয়ে তিনি বলেন, সেটা গোল হয়নি, যদি ভিডিও ফুটেজ থাকে তাহলে সেটা কর্তৃপক্ষ দেখে বিচার করবে৷ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. রাকিবুল ইসলাম বলেন,খেলাটি স্থগিত হয়নি৷ ফলাফল সংক্রান্ত জটিলতা তৈরী হয়েছে, পরবর্তীতে আমরা বসে সিদ্ধান্ত নিব৷

রেফারি কেন্দ্রিক অভিযোগের বিষয়ে তিনি বলেন,এসব বিষয়ে শুনেছি সবার সাথে কথা বলে বিষয়টি আমরা জানাবো৷

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!