AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি


Ekushey Sangbad
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১২:৪৭ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩
জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের মো. মোস্তাফিজুর রহমান হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৫তম আবর্তনের কাজী মাহমুদুল হাসান রকি মনোনীত হয়েছেন।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপদেষ্টামন্ডলীরা কমিটি ঘোষণা করেন।

 

কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সভাপতি অপূর্ব চৌধুরী, সহ-সভাপতি তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা আহমেদ, ফয়সাল আহমেদ, মাহিয়া চৌধুরী ও সাদিয়া আফরিন মৌরি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আহাম্মেদ আলী।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান হিমেল বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সকল ভাই-বোনের কল্যাণে কাজ করে যেতে চাই। কেবল পদ পদবী নয় বরং তিতাস পাড়ের সবার সুখ-দুঃখে পাশে থাকতে চাই ছাত্রকল্যাণের ব্যানারে৷ আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি।

 

সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান রকি বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি পরিবার।এখানে সবাই সবার পাশে থাকে। সবার সহযোগিতা কামনা করছি।

 

একুশে সংবাদ/র.ই.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!