জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ইতিহাস বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী খন্দকার আতিকুল ইসলাম শাকিল কে সভাপতি এবং একই ব্যাচের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাকিব ভূঁঞা কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এর আগে সংগঠনের সদ্য বিদায়ী কমিটির সভাপতি মুহিত ইসলাম শামীম ও সাধারন সম্পাদক সরোয়ার ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে নুরনবী সোহাগ , সহ সভাপতি পদে সীমান্ত চৌধুরী, কাইয়ুম হাসান, জাহেদ ভূঁইয়া, জাহান ইমা, অরণী প্রিয়া, রিমি খন্দকার, মমতাজ মম, তানজুম আক্তার মুন,সাগর আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তৌহিদুর রহমান রাব্বি, শাহরিয়ার আলম ইফাজ, মেহেদী হাসান মৃদুল, খন্দকার জোবায়ের জহির আবেশ, মো: রিফাত, তমাল কর্মকার প্রমুখ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তুহিন আহমেদ শান্ত, তানভীর আহমেদ শিহাব, মালিহা রহমান, প্রিন্স দুর্জয় সাহা, আজিজুর রহমান নাঈম, তানভীর আহমেদ মেরাজ, কোষাধ্যক্ষ আসিফ ইকবাল , দপ্তর সম্পাদক রাকিব মিয়া, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে মেহরাব হাসান রাফিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে তুষার আহম্মেদ শান্ত, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল প্রধান,পরিবেশ বিষয়ক সম্পাদক সাকিব ও আইন বিষয়ক সম্পাদক নিলয় ভূঁইয়া।
এদিকে নব্য কমিটির সাধারণ সম্পাদক সাকিব ভূঁইয়া বলেন,আমার কাছে দায়িত্ত্ব মানে অনেক বড় জিনিস। সেটা হোক বড় বা ছোট হোক। যে সকল শ্রদ্ধেয় শিক্ষক ও সিনিয়ররা নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের মতো এতো বড়ো একটা দায়িত্ত্ব আমার উপর আস্থা রেখে অর্পণ করেছেন, আমি তাদের পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের কল্যানে কাজ করতে চাই।
নতুন সভাপতি আতিকুল ইসলাম শাকিল বলেন, নতুন নেতৃত্ব পাওয়া মানেই, নতুন দায়িত্ববোধ। উপদেষ্টামন্ডলী, পূর্ববর্তী কমিটির নেত্রীবৃন্দ, সিনিয়রসহ বর্তমানে অধ্যায়নরত সকলের সহায়তা ও পরামর্শ নিয়ে নরসিংদী জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব।
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা
আপনার মতামত লিখুন :