AB Bank
ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটিতে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী


ইবির মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটিতে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল এ কমিটির অনুমোদন দেন। এতে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শাখা ছাত্রলীগ কর্মী ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসরাত জাহান মীমকে অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কমিটিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

 

জানা যায়, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনা ওঠে। এ ঘটনায় গত ৪ মার্চ হাইকোর্টের নির্দেশে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়। বহিস্কৃত অন্যরা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হালিমা আক্তার উর্মী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান। একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেন। এছাড়া এ ঘটনার হাইকোর্টের রিট করা হয়েছে যার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে বহিষ্কৃত মীমকে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের কমিটিতে অর্থ সম্পাদকের পদ দেওয়া হয়েছে।

 

সংগঠনটির ছাত্র উপদেষ্টা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিক বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কেন্দ্রীয় সভাপতি শুধু নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়ে জানতে চেয়েছিল। অন্য কারও বিষয়ে কিছু বলেনি।

 

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার বলেন, আমি এ বিষয়ে অবহিত না। মিস্টেক হলেও হতে পারে। তার তথ্য প্রমাণগুলো দেখে বলতে পারবো।

 

একুশে সংবাদ.কম/আ.হো/বিএস

Link copied!