AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববির পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে অলি-হাসিব


ববির পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে অলি-হাসিব

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে৷ এতে সভাপতি পদে মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের মো. সজিবুল ইসলাম অলি ও সাধারণ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের  বিভাগের ২০১৮-১৯ সেশনের হাসিব আল হাসান মনোনীত হয়েছেন।

 

বুধবার রাতে সাবেক সভাপতি মেহেদী হাসান আবির ও সাধারণ সম্পাদক  মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে আগামী এক বছরের জন্য  ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় ৷

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিব আল হাসান বলেন, পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। ববিতে অধ্যয়নরত পিরোজপুরের শিক্ষার্থীদের কল্যাণে দল-মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করব। স্পোর্টস উইক, বৃক্ষরোপণ, আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফান্ড গঠন করে বৃত্তি চালু, পিকনিক, আনন্দ ভ্রমণ, নবীন-প্রবীণ মিলন মেলার আয়োজনসহ আরোকিছু বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা আছে ৷

 

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ২০১৭ সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ শিক্ষার্থীদের কল্যাণে পারস্পারিক  সহযোগিতামূলক বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছে।

 

একুশে সংবাদ.কম/জা.হ.প্র/জাহাঙ্গীর

 

Link copied!