ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) `উনিশ শতকের নবজাগরণে বাঙালি নারী: নতুন জীবনানুসন্ধান` শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের বাংলা বিভাগের আয়োজনে বিভাগের এমএ শ্রেণির কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন মাহাবুবা হুসাইন চৌধুরী। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. মো. বাকী বিল্লাহ। তাঁর গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল- ‘স্বর্ণকুমারী দেবী, কামিনী রায় ও কুসুমকুমারী দাস : জীবন ও সাহিত্য’।
বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ।
এ সময় অন্যান্যদের মাঝে প্রফেসর ড. গৌতম কুমার দাস, প্রফেসর ড. রবিউল হোসেন, প্রফেসর ড. শেখ রেজাউল করিম, প্রফেসর ড. তপন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.হো/ এসএপি/
আপনার মতামত লিখুন :