AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে ‘লেখালেখির হাতেখড়ি’ কর্মশালা অনুষ্ঠিত


ইবিতে ‘লেখালেখির হাতেখড়ি’ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কর্তৃক ‘লেখালেখির হাতেখড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ আগস্ট) রাত সাড়ে আট টায় গুগল মিট এর মাধ্যমে শুধুমাত্র ইবি শাখা সদস্যদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালাটিতে শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নেজাম উদ্দিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন ইবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ।

ইবি শাখার সাধারণ সম্পাদক আবু তালহা আকাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নেজাম উদ্দিন বলেন, ‘পৃথিবীতে কেউ কাউকে স্থান দেয়না, স্থান করে নিতে হয় নিজের কর্ম দ্বারা। তেমনি পাঁচ মিনিটের একটি বক্তব্য দিতে যেমন পয়তাল্লিশ (৪৫) মিনিট পড়তে হয়। অনুরূপভাবে কিছু লিখতে যাওয়ার আগে নিজের লেখাপড়ার মধ্য দিয়ে সে বিষয়ে দক্ষ হয়ে তারপরেই লেখা উচিত।’ 

নবীনদেরকে এই কর্মশালায় তিনি হাতেকলমে একজন লেখক হয়ে ওঠার বিষয়ে প্রশিক্ষণ দেন। তিনি তার আলোচনায় আরো বলেন, ‘একজন লেখককে অবশ্যই সমাজের অন্য দশজন মানুষের থেকে আলাদাভাবে ভাবতে হবে। আলাদা গুণাবলী অর্জন করতে হবে। নিয়মিতভাবে অনেক বেশি পড়াশোনা করতে হবে। এক কেন্দ্রীক পড়াশোনা না করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্ম, দর্শন, বিজ্ঞান সকল বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। দুশ্চিন্তামুক্ত হয়ে লেখালেখির প্রতি ইচ্ছেশক্তির সাথে সঠিক পরিশ্রমের মাধ্যমেই দক্ষ লেখক হয়ে ওঠা সম্ভব।’

এর আগে, শাখা সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুই ঘন্টা ব্যাপী কর্মশালা শেষ হয় ইবি শাখার সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে। 

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নবীনদের মাঝে লেখালেখি আগ্রহ জাগ্রত করে, তাদের বিভিন্ন সময়ে কর্মশালা সহ হাতেকলমে প্রশিক্ষণের আয়োজন করে থাকে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর তিন বারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই

Link copied!