দিল মোহাম্মদ ফরহাদ, জন্ম থেকেই স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না৷ বিভিন্ন জায়গায় চলাফেরার একমাত্র সম্বল তার দুই হাঁটু। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষায় হাঁটুতে ভর করেই অংশগ্রহণ করেছে ফরহাদ। তার কেন্দ্র ছিল সরকারি টিচার ট্রেনিং কলেজ।
দিল মোহাম্মদ পরিবারের মেঝ সন্তান। সুয়াগঞ্জ টি এ হাইস্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সম্পূর্ণ করে ফরহাদ। তার স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তার বাড়ী কোটবাড়ি মাস্টার বাড়ি৷ মাধ্যমিক পরীক্ষার একটা পরীক্ষা দেওয়ার পর বাবা হারা হয়ে যায় ফরহাদ৷ তার মা গৃহিণী। তার এত দূর পথ আসার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন তার মা এবং তার মামা৷ তার মামা পেশায় ব্যবসায়ী৷
দিল মোহাম্মদ ফরহাদ নিজের জীবন সম্পর্কে বলেন, আমি জন্মগতভাবে অন্যান্যদের মতো পায়ে ভর করে হাঁটতে পারি না৷ হাঁটুতে ভর করেই চলতে হয়৷ যার কারণে বন্ধুবান্ধবদের সাথে ভালোমতো মিশতে পারতাম না। আমার সাথে তেমন কেউ মিশতে চায়তো না৷ আমার মা এবং মামার অনুপ্রেরণায় আমি এতটুকু পথ এসেছি৷ উনারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে৷ আমি অস্বাভাবিক এটা কখনো বুঝতে দেয় নাই৷’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিল মোহাম্মদ ফরহাদ বলেন, ‘আমার ইচ্ছে আছে পড়াশোনা শেষ করে ভালো জায়গায় যাওয়া। সরকারি চাকরির প্রতি আমার আগ্রহ আছে৷’
একুশে সংবাদ/ই.ন/এস.আই
আপনার মতামত লিখুন :