AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে সিলেবাসে হবে বি ও সি ইউনিটের পরীক্ষা


যে সিলেবাসে হবে বি ও সি ইউনিটের পরীক্ষা

ছবি: সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৩১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ আসে এ ইউনিটের প্রশ্ন বোর্ড কর্তৃক দেওয়া সিলেবাসের বাইরে থেকে এসেছে।  গুচ্ছ পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেও জানা যায় সিলেবাসের বাইরে  থেকে এ ইউনিটের প্রশ্ন করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষা কমিটির দাবি এ ইউনিটের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হয়েছে।
 
গুচ্ছ ভর্তি পরীক্ষা এ ইউনিটে অংশ নেওয়া শরীয়তপুর থেকে আগত গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী তানজির হোসেন হৃদয় জানিয়েছিলেন আমি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম এ ইউনিটের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হওয়ায় কিছুটা খারাপ হয়েছে পদার্থ বিজ্ঞান যথেষ্ট কঠিন প্রশ্ন হয়েছে। পরবর্তী গুচ্ছ পরীক্ষা কোন সিলেবাসের ভিত্তিতে হবে এ নিয়ে ধোয়াশার ভিতর আছে বি ও সি ইউনিটের পরীক্ষার্থীরা।

অবশিষ্ট গুচ্ছ পরীক্ষা কোন সিলেবাসে হবে এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো: ইমদাদুল হক জানান, যারা প্রশ্ন প্রনয়ন করেন তাদেরকে বোর্ড প্রদত্ত সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সেই আলোকে সংক্ষিপ্ত সিলেবাসেই বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে ধোয়াশার কিছু নেই।

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট 'বি' ইউনিট এবং ২০ আগস্ট 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

একুশে সংবাদ/এ.হ/এস.আই

Link copied!