ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুরের বহলবাড়ীয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি। খালিদ বিন কদ্দুছ (২৬) নামের এই শিক্ষার্থী আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে ময়নসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার পোড়াঘাটি গ্রামের আব্দুল কদ্দুছ আনোয়ারীর ছেলে। এছাড়া তিনি গাজীপুরে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানায় যায়, নিহত ব্যক্তি টাঙ্গাইল থেকে বিআরটিসি বাসযোগে কুষ্টিয়া যাচ্ছিলেন। মিরপুর বহলবাড়ীয়া সেন্টার নামক স্থানে জ্যাম বাঁধলে তিনি বাস থেকে নেমে পাশের এক দোকানে যান। জ্যাম ছাড়লে তড়িঘড়ি করে বাসে উঠতে গেলে ঐ বাসের চাকায় পৃষ্ট হন। ঘটনাস্থলে মারাত্মক আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, চালক ও ঘাতক ট্রাকটি আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/আ.হো/এস.আই
আপনার মতামত লিখুন :