AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন সাদমান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫০ পিএম, ১২ নভেম্বর, ২০২৫

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দারুণ সূচনা এনে দিলেন ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে ফিরে গেছেন সাদমান। আইরিশ স্পিনার হামফ্রিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

১৬৮ রানে ভাঙে বাংলাদেশের প্রথম উইকেট জুটি। ১০৪ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৮০ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এটি দেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৭১ রান। মাহমুদুল হাসান জয় ৮৬ এবং মুমিনুল হক ২ রানে অপরাজিত আছেন।

এর আগে সকালে আয়ারল্যান্ডের অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে সফরকারীদের ২৮৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১৪ বল টিকতে পারে আইরিশরা।

দ্বিতীয় দিনের শুরুতেই তাইজুল ইসলাম এলবিডব্লিউ করেন ৩০ রানে ব্যাট করা জর্ডান নেইলকে। এরপর ব্যারি ম্যাকার্থি ৩১ রানে হাসান মাহমুদের বলে বোল্ড হলে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস।

প্রথম দিন আইরিশদের হয়ে উল্লেখযোগ্য রান করেন পল স্টার্লিং (৬০), কেড কারমাইকেল (৫৯), কার্টিস ক্যাম্ফার (৪৪), লরকান টাকার (৪১) ও ম্যাকার্থি (৩১)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ । দুটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ। নাহিদ রানা নেন একটি উইকেট।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!