AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল, প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩৩ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল, প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অংশ নিচ্ছে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল— রংপুর , সিলেট , ঢাকা , রাজশাহী ও চট্টগ্রাম।

বিসিবির নাভানা টাওয়ারে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে গভর্নিং কাউন্সিলের সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে এবারের আসরে বরিশাল ও কুমিল্লার অনুপস্থিতি বড় আলোচনার জন্ম দিয়েছে। গত মৌসুমে তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন দল বরিশাল এবার জায়গা হারিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টারের কাছে।

শুরুর দিকে বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। আলোচনার জন্য ডাকা হয় ৯টিকে, যার মধ্যে অনুপস্থিত ছিল চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। প্রাথমিক বাছাই শেষে বাদ পড়ে তিনটি প্রতিষ্ঠান— চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স ও কুমিল্লা; টিকে যায় দেশ ট্রাভেলস।

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর টুর্নামেন্ট শুরু হতে পারে ১৯ ডিসেম্বর , আর শেষ হতে পারে ১৬ জানুয়ারি।

দেশের ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যে নতুন মরশুমের প্রস্তুতিতে চোখ রাখছেন— কে যাবে রাজশাহীতে, কে ফিরবে রংপুরে, আর কোন বিদেশি তারকা নামবে ঢাকায়, তা নিয়েই শুরু হয়েছে আলোচনার উত্তাপ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!