AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই বাউফলে বিএনপি নেতার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০২:৫৯ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই বাউফলে বিএনপি নেতার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়ন এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও, এর আগেই বাউফলের সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দারের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে মাহবুব জোমাদ্দারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় মাহবুব জোমাদ্দার দাবি করে বলেন, “আজ ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাউফলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সব মনোনয়ন প্রত্যাশীকে একত্র করে আমাদের প্রাণপ্রিয় নেতা মু. মনির হোসেন ভাইয়ের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। তাই আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছি।”

তিনি আরও জানান, “যারা আনন্দ মিছিলে অংশ নিয়েছেন, তাদের জন্য তাৎক্ষণিকভাবে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। সবাই এখন বিভিন্ন ইউনিয়নে গিয়ে মনির ভাইয়ের পক্ষে প্রচারণা চালাবেন।”

তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেন বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। কেউ আমার সঙ্গে এ নিয়ে কথা বলেনি। শুধু শুনেছি, বাউফলে কেউ মিষ্টি বিতরণ ও মিছিল করেছে—এটি ঠিক হয়নি। দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। প্রচার-প্রচারণা করা যেতে পারে, তবে মনোনয়ন নিয়ে এমন বিভ্রান্তিকর কর্মকাণ্ড ঠিক নয়। বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হবে।”

এ বিষয়ে সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, “এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। দল মনোনয়ন নিশ্চিত করলে সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এর আগে এমন আয়োজন করা দলের নীতির পরিপন্থি।”

এদিকে ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। অনেকে একে অতি-উৎসাহী আচরণ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ এটিকে দলের নেতৃত্বে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা বলেও উল্লেখ করেছেন।

ঘটনা নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দার কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!