মৌলভীবাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, অবৈধ দোকানপাট ও সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট আরিফ (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মৌলভীবাজার পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকী, মৌলভীবাজার সদর আর্মি ক্যাম্পের টহল টিম এবং মৌলভীবাজার পুলিশ লাইনের এসআই মোঃ কলিম।
অভিযানে শহরের শমশেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান, ফুটপাত দখল এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে একাধিক দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। একই সঙ্গে চাঁদনীঘাট বাজার ও কুসুমবাগ পয়েন্ট এলাকায়ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় দ্রব্যমূল্যের মেয়াদ না থাকা এবং রাস্তা দখল করে দোকান বসানোর দায়ে মুজাহিদ স্টোরকে ৫ হাজার টাকা, দোকানের পণ্য রাস্তার পাশে রাখার কারণে নয়ন ক্রোকারিজকে ১ হাজার ৫০০ টাকা এবং মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী বলেন, অভিযানকালে শহরের তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ১২টি দোকান উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে শহরের ফুটপাত, রাস্তা ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

