চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করেছে। ফলে ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য এখন ১৬৬ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ ২৮ বল খেলে ৪৬ রান অপরাজিত থাকেন। রোভম্যান পাওয়েলও ২৮ বল খেলে ৪৪ রানে অপরাজিত। আগের ব্যাটসম্যানদের মধ্যে আলিক অথানাজ ২৭ বলে ৩৪ রান করায় এবং ব্র্যান্ডন কিং ৩৬ বল খেলে ৩৩ রান করেন।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন একজন উইকেট নেন, তাসকিন আহমেদ ২ উইকেট নেন। বাকি বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ১৫ রানে কোনো উইকেট না নিলেও তাসকিন আহমেদ, রিশাদ হোসেন গুরুত্বপূর্ণ উইকেট নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

