চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল না বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় লিটন দাসের দল। ফলে ১৬ রানের পরাজয়ে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা।
সোমবার (২৭ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে তারা তোলে ১৬৫ রান।
ইনিংসের শুরুতে সতর্কভাবে খেলতে থাকেন ওপেনার আলিক আথানাজে ও ব্র্যান্ডন কিং। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৫৯ রান। নবম ওভারে ২৭ বলে ৩৪ রান করা আথানাজেকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন লেগস্পিনার রিশাদ হোসেন।
এরপর অধিনায়ক শাই হোপের সঙ্গে ব্যাট করতে নামেন ব্র্যান্ডন কিং। তবে তিনিও বেশিদূর যেতে পারেননি—১৩তম ওভারে ৩৬ বলে ৩৩ রান করে পেসার তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে ফেরেন। একই ওভারে তাসকিন পরের বলেই শেরফান রাদারফোর্ডকে শূন্য রানে ফিরিয়ে দেন।
শেষ দিকে রোভম্যান পাওয়েল ও শাই হোপ দলের ইনিংস টেনে নেন। পাওয়েল ২৮ বলে ৪৪ রান করে আউট হন, হোপ অপরাজিত থাকেন ২৮ বলে ৪৬ রানে।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২ উইকেট ও রিশাদ হোসেন ১ উইকেট নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

