নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনের এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, “আগামী নির্বাচনে দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র রুখতে আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে। আমাদের দায়িত্ব এই আসন থেকে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে সঠিক জবাব দেয়া।”
প্রধান বক্তার বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন।
উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরসেদ আলম-এর সভাপতিত্বে এবং আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, যুবদল আহ্বায়ক পারভেজ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

