টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ এবার ঘরের মাঠে পঞ্চম টানা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে বোলিং করবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের অন্যতম প্রস্তুতিমূলক সিরিজ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিকরা আগ্রাসী ক্রিকেটের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে।
এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ ৯টিতে, আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আজ জিতলে জয়সংখ্যায় সমতায় ফিরবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

