খাগড়াছড়ির মাটিরাঙায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে আলুটিলা পর্যটন এলাকা হতে ধর্ষককে আটক করেছে মাটিরাঙা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩, অক্টোবর) রাতে মাটিরাঙার আলুটিলা পর্যটনের তারেং এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত লিটন ত্রিপুরা (২৪) সে খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা পর্যটনের তারেং এলাকায় আসার পথে
লিটন ত্রিপুরা গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক শিক্ষিকা জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর রাতেই ত্রিপুরা যুবককে আসামি করে ওই স্কুল শিক্ষিকা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাটিরাঙা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে শিক্ষিকা উল্লেখ করেন,জেলা শহরে এক বান্ধবীর গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যায় বিয়ে বাড়িতে এসেছিলেন। মেহেদী অনুষ্ঠান শেষে বন্ধুদের নিয়ে আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যান।সেখান থেকেই শিক্ষিকার পিছু নেয় লিটন ত্রিপুরা নামের ওই যুবক। পর্যটনের তারেং এলাকায় পৌঁছালে তাকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
লিটন ত্রিপুরা ধর্ষণের পর শিক্ষিকার কাছে দশ হাজার টাকা দাবি করে। আত্মসম্মানের ভয়ে শিক্ষিকা তখন তার এক বন্ধুকে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। বন্ধু দ্রুত এ বিষয়টি স্থানীয়দের ও সেনাবাহিনীকে অবগত করে এবং মাটিরাঙ্গা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ, তৌফিকুল ইসলাম জানান, এই ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

