ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশ দলের চিরচেনা সঙ্গী। বোলারদের সাফল্যে ম্যাচে আশা জাগলেও, ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় তা ভেঙে যায় প্রায়ই। গত এক বছরে ওয়ানডে বা টি-টোয়েন্টি—কোনো ফরম্যাটেই ব্যাটিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখা যায়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও তার পুনরাবৃত্তি। মিরপুরের ঘূর্ণি সহায়ক উইকেট পেছনে ফেলে চট্টগ্রামে এসে ব্যাটাররা যেন আরও ব্যর্থ। ফলে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই শিরোপা হারিয়েছে লিটন দাসের দল। আজ (শুক্রবার) তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
দলীয় সূত্রে জানা গেছে, শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আগের ম্যাচে ব্যর্থ হওয়া জাকের আলি অনিক বাদ পড়ার সম্ভাবনা প্রবল। তার জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে ধারাবাহিকতা না পাওয়ায় শামীম পাটোয়ারীর পরিবর্তে দলে আসতে পারেন নুরুল হাসান সোহান।
পেস আক্রমণেও রদবদল হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে, তার জায়গায় খেলতে পারেন শরিফুল ইসলাম। এছাড়া তাওহীদ হৃদয় বাদ পড়লে পারভেজ হোসেন ইমনকে দেখা যেতে পারে প্রথম একাদশে।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
