প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নামা ওমান পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওমানের ইনিংস থামে মাত্র ৬৭ রানে। ফলে ৯৩ রানের বড় জয় তুলে নেয় বাবর আজমের দল।
টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান। দলের হয়ে ইনিংস গড়েন মোহাম্মদ হারিস। মাত্র ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর তিনি খেলেন ৪৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। ফখর জামান ২৩*, ফারহান ২৯ এবং নেওয়াজ ১৯ রান করেন। ওমানের হয়ে কলিম ও ফয়সাল ৩টি করে উইকেট নেন।
জবাবে ওমান ব্যাট হাতে শুরু থেকেই চাপে পড়ে যায়। পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতে না পেরে ১৬.৪ ওভারে অলআউট হয় ৬৭ রানে। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন হামাদ, তিনি করেন ২৭ রান।
পাকিস্তানের হয়ে ফাহিম ২/৬, মুকিম ২/৭, সাইম আইয়ুব ২/৮, আবরার ১/১২, নেওয়াজ ১/১৩ এবং শাহীন আফ্রিদি ১/২০ শিকার করেন।
একুশে সংবাদ/এ.জে