বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। বোর্ডে যোগ দেওয়ার সময় দীর্ঘমেয়াদে থাকার পরিকল্পনা না থাকলেও, কয়েক মাসের অভিজ্ঞতা তাকে নতুন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “দেশের প্রয়োজনে ক্রিকেটের জন্য আরও কাজ করতে চাই।”
আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে বুলবুল জানান, “অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। এখানে সভাপতি নয়, পরিচালকদের নির্বাচন হয়। আমি সঠিকভাবে সেই প্রতিযোগিতায় থাকতে চাই।”
বিসিবিতে আসার আগে দীর্ঘ সময় আইসিসিতে দায়িত্ব পালন করেছিলেন বুলবুল। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশের ক্রিকেটে নতুন ধারা আনার চেষ্টা করছেন। শুরুর দিকে দায়িত্ব নিলেও একাধিকবার জানিয়েছেন, এটি ছিল সাময়িক। তবে সাম্প্রতিক অভিজ্ঞতা তার অবস্থান পাল্টে দিয়েছে।
সম্প্রতি এক আলোচনায় তিনি বলেছিলেন, “আমি হঠাৎ করে এখানে এসেছি দেশের জন্য। আগের স্থায়ী কর্মজীবন ছেড়ে এসেছি। যতদিন সম্ভব দেশের হয়ে কাজ করতে চাই।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে