রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বমঞ্চে নিজের অবস্থান পোক্ত করলেও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খুব একটা উজ্জ্বল ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তবে ক্লাব ফুটবলের গুরু কার্লো আনচেলত্তি এবার জাতীয় দলের ডাগআউটেও তার পাশে। আর সেই পুনর্মিলনের শুরুতেই সাফল্যের ছোঁয়া মিলল ব্রাজিলের।
ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধের অন্তিম সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে জয় এনে দেন ভিনিসিয়ুস। ১-০ ব্যবধানের এই জয় দিয়েই আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু হলো ইতিবাচকভাবে।
তবে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৮তম স্থানে থাকা প্যারাগুয়ের বিপক্ষে জয়টি চিত্তসন্তোষ জাগানোর মতো না হলেও, কোচ-শিষ্য জুটির সম্ভাবনার আভাস মিলেছে ম্যাচে।
একুশে সংবাদ/ ঢ.প/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

