আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেও বড় দুঃসংবাদ নিয়ে দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র তিন ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর পাকিস্তান সিরিজে ফেরার কথা ছিল বাঁহাতি এই পেসারের। কিন্তু ফেরার আগেই পড়লেন চোটে। বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার।
রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান, “গতকাল আইপিএলের শেষ ম্যাচে বোলিং করার সময় ফেরত আসা একটি ক্যাচ নিতে গিয়ে মুস্তাফিজুর আঙুলে আঘাত পান। পরে স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়ে।”
চোট পাওয়ার পরও মুস্তাফিজ পুরো কোটা বোলিং চালিয়ে যান। তবে এক্স-রে রিপোর্টে আঘাত গুরুতর ধরা পড়ায় তাকে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন বিসিবি ফিজিও।
মুস্তাফিজের জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। সবশেষ বাংলাদেশ `এ` দলের হয়ে নিউজিল্যান্ড `এ` দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা খালেদ দ্রুতই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।
মুস্তাফিজের এই অনাকাঙ্ক্ষিত ইনজুরি বাংলাদেশের বোলিং আক্রমণে বড় ধাক্কা হলেও, তার সুস্থতা নিশ্চিত করতে বিসিবি রিহ্যাব প্রক্রিয়ায় সময় দিতে চায় বলে জানিয়েছে।
মাঠে ফেরার জন্য এখন অপেক্ষা কাটার মাস্টারের।
একুশে সংবাদ/চ.ট/এ.জে