টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতকে প্রত্যাশার চেয়েও অনেক বড় লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা ২০ ওভারে তুলেছে ৭ উইকেটে ১৯১ রান।
ম্যাচ শুরুর আগে আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম আশা করেছিলেন, বাংলাদেশকে ১৪০-১৫০ রানে থামাতে পারবেন। কিন্তু ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই পরিকল্পনা ভেসে গেল মরুর বাতাসে।
শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ঝড় তোলেন ইমন। মাত্র ৫৩ বলে তুলে নেন নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। ৯টি ছক্কা আর ৫টি চারে সাজানো তাঁর ১০০ রানের ইনিংস থামে সেঞ্চুরি করার ঠিক পরের বলেই, বোল্ড হন জাওয়াদউল্লাহর বলে।
ওপেনিং ব্যর্থতায় দ্রুতই দুই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৯ বলে ১০, অধিনায়ক লিটন দাস করেন ৮ বলে ১১ রান। এরপর হৃদয় ১৫ বলে ২০ রানের ইনিংসে কিছুটা অবদান রাখলেও বাকিরা বড় কিছু করতে পারেননি।
তবে একপ্রান্ত আগলে রেখে একাই লড়েছেন ইমন। শেষদিকে সাকিব (৭*) ও তানভীর (১*) ইনিংস টেনে নিয়ে যান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৯১/৭
তামিম ১০, ইমন ১০০, লিটন ১১, হৃদয় ২০, জাকের ১৩, মেহেদি ২, শামীম ৬, সাকিব ৭*, তানভীর ১*
আমিরাত বোলিং:
জাওয়াদউল্লাহ ৪-০-২১-৪, ধ্রুব ৪-০-৩১-১, মতিউল্লাহ ৪-০-৪৬-১, হায়দার ৪-০-৩০-০, জুহাইব ৩-০-৩৬-১, সঞ্চিত ১-০-১৮-০
একুশে সংবাদ/ এ.জে