AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৭ পিএম, ১৬ মে, ২০২৫

আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান অবশেষে পেয়েছেন আইপিএলে খেলার অনুমতি। অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় আইপিএল মিশন অনিশ্চয়তায় পড়লেও সব শঙ্কা দূর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (১৬ মে) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, মুস্তাফিজকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

চলতি আসরের মাঝপথে দিল্লি ক্যাপিটালস দলে ভেড়ায় মুস্তাফিজকে। যদিও মূল নিলামে কোনো দল তাকে নেয়নি। পরে ৬ কোটি রুপিতে সাময়িক বিকল্প হিসেবে দলে নেয় দিল্লি।

দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে। ওই ম্যাচ থেকেই মুস্তাফিজকে একাদশে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইপিএলে যোগ দেওয়ার আগে ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলবেন মুস্তাফিজ। এরপর ভারতের উদ্দেশে রওনা দেবেন। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে না তাকে।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় দলের স্বার্থ বিবেচনায় প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজ খেলবেন, এরপর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অংশ নেবেন।”

উল্লেখ্য, চলতি আসরের আগে মেগা নিলামে অবিক্রিত ছিলেন মুস্তাফিজ। ফর্মে না থাকায় তখন তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে ইনজুরি ও স্কোয়াড ঘাটতির কারণে শেষপর্যায়ে তাকে নেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি।

এই পেসার এর আগেও আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন। এখন দেখা যাক, দিল্লির এই দলে কতটা প্রভাব ফেলতে পারেন ‍‍`কাটার মাস্টার‍‍`।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Shwapno
Link copied!