AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আইপিএল ও পিএসএল খেলতে

বিসিবির কাছে এনওসি চাইলেন সাকিব ও মুস্তাফিজ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৫১ পিএম, ১৫ মে, ২০২৫

বিসিবির কাছে এনওসি চাইলেন সাকিব ও মুস্তাফিজ

আন্তর্জাতিক লিগে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন দুই জাতীয় তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে চান মুস্তাফিজ, আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে আগ্রহী সাকিব।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, "মুস্তাফিজ ও সাকিব এনওসি চেয়ে আবেদন করেছেন। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।"

এর আগে দিল্লি ক্যাপিটালস বুধবার এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় বাকি মৌসুমের জন্য মুস্তাফিজকে দলে ভেড়ানো হয়েছে। তাকে দেওয়া হয়েছে প্রায় ৬ কোটি রুপির চুক্তি। তবে তখন বিসিবি জানায়, এ নিয়ে তাদের কাছে কোনো অনাপত্তিপত্র চাওয়া হয়নি। এরই মধ্যে মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য জাতীয় দলের সঙ্গে দুবাই পৌঁছেছেন, যা তার আইপিএল অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে।

পরে এনওসির জন্য বিসিবিতে আবেদন করেন বাঁহাতি পেসার। বোর্ড সূত্র জানায়, তার আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএলের স্থগিত অংশ। ৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। বিদেশি ক্রিকেটারদের অনেকে না ফেরায় নতুন করে বদলি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যার সুযোগেই দলে যুক্ত হচ্ছেন মুস্তাফিজ।

অন্যদিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে লাহোর কালান্দার্স দলে ভেড়ানোর পর তিনিও এনওসি চেয়ে বিসিবিতে আবেদন করেছেন। বোর্ড সূত্র বলছে, সাকিবের অনাপত্তিপত্র জারি করতে তেমন কোনো বাধা নেই।

সবকিছু ঠিক থাকলে, বাংলাদেশের এই দুই তারকাকে আইপিএল ও পিএসএলের শেষ ধাপে খেলতে দেখা যেতে পারে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!