এ বারের আইপিএলে কয়েকটি নিয়মে বদল করা হয়েছে। কয়েকটি নতুন নিয়মও এসেছে। তার মধ্যে অন্যতম দ্বিতীয় ইনিংসে দু’টি বল ব্যবহারের নিয়ম। প্রথম বার সেই নিয়ম দেখা গেল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। কেকেআরকে হারাতে মরিয়া রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ সব রকম চেষ্টা করেন। তার পরেও পারেননি তিনি।
দ্বিতীয় ইনিংসে শিশির পড়লে বল ধরতে সমস্যা হয় বোলারদের। তাই এ বার নতুন নিয়ম হয়েছে যে দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের পর বল বদলানো যাবে। তবে তার জন্য বোলিং দলের অধিনায়ককে অনুরোধ করতে হবে। আম্পায়ার যদি মনে করেন বল বদলানো উচিত, তখনই তা হবে। যত ওভারের পর বল বদলানো হবে, তত ওভার পুরনো বলই দেওয়া হবে। তবে সেই বল শুকনো হওয়ায় তা ধরতে সুবিধা হবে বোলারদের।
এ বারের আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচে সেই নিয়মের ব্যবহার হয়নি। একটি বলেই খেলা হয়েছে। কিন্তু বুধবার গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক পরাগ বল বদলের অনুরোধ করেন। আম্পায়ারেরা সেই অনুরোধ মেনে নেন। ১৬ ওভারের পর বল বদলানো হয়। পরাগ ভেবেছিলেন, শুকনো বল পেলে হয়তো কেকেআরের বিরুদ্ধে খেলার ফেরত আসা যাবে। কিন্তু তা হয়নি। বল বদলের পর আর ন’বলেই খেলা শেষ করে দেয় কেকেআর।
দুই বলের এই নিয়ম চালু করার পরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এতে অন্তত বোলারেরা কিছুটা হলেও সুবিধা পাবেন। কারণ, শিশির পড়ল বল সাবানের মতো হয়ে যায়। বোলারদের তখন আর কিছু করার থাকে না। এই নিয়মে অন্তত লড়াইটা হবে। আবার একটা অংশের মতে, এই নিয়মের ফলে যে দল রান তাড়া করছে তাদের সঙ্গে অন্যায় করা হবে। কারণ, নতুন বল পুরনো বলের মতো ব্যবহার করবে না। তাতে রান তাড়া করতে সমস্যা হবে। খেলার স্বাভাবিক গতি বাধা পাবে। যদিও কেকেআরের সে রকম কোনও সমস্যা হয়নি।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করেছিল রাজস্থান। কেকেআরের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও মইন আলি আট ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। জবাবে রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় কেকেআর। ওপেন করতে নেমে কুইন্টন ডি’কক ৬১ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন। প্রথম ম্যাচে ঘরের মাঠে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে কেকেআর।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

