আইপিএলে বর্ণবাদের বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং! আসলে যখন তিনি ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের সঙ্গে লন্ডনের ‘কালো ট্যাক্সি’র তুলনা করেন তখন থেকেই বিতর্কের আগুন ধরতে শুরু করেছিল। এটাই বর্তমানে সমালোচনার সবথেকে বড় বিষয় হয়ে উঠেছে। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ এর ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় হরভজ সিং এই মন্তব্য করে বসেন।
এই ঘটনা ঘটে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের প্রথম ইনিংসের ১৮তম ওভারে। এই সময়ে আর্চার ইশান কিষান ও এনরিখ ক্লাসেনের বিরুদ্ধে বল করছিলেন। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্লাসেন ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি বাউন্ডারি মারার পর হরভজন সিং লন্ডনের ‘কালো ট্যাক্সি’-র সঙ্গে জোফ্রা আর্চারের তুলনা টেনে বিতর্কিত মন্তব্য করেন।
দেখুন কী বলেছিলেন হরভজন সিং?
ধারাভাষ্যের সময়ে হরভজন সিং বলেন, ‘লন্ডনে কালো ট্যাক্সির মিটার খুব দ্রুত চলে, আর এখানে আর্চার সাহেবের মিটারও দ্রুত চলছে।’ এই মন্তব্য সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় তোলে এবং ক্ষুব্ধ ভক্তরা হরভজন সিংকে IPL 2025-এর ধারাভাষ্য প্যানেল থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি তোলেন।
নিজের প্রথম ম্যাচে ব্যয়বহুল স্পেল করেছেন ডানহাতি পেসার আর্চার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি একটিও উইকেট নিতে পারেননি এবং ৭৬ রান খরচ করেন। ফলে আইপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে স্পেলের মালিক হন তিনি, গত বছর গুজরাট টাইটান্সের মোহিত শর্মার ০/৭৩ রানের রেকর্ড ভেঙে ফেলেন।
অন্যদিকে, সানরাইজার্সের জন্য এটি একটি রেকর্ড গড়ার দিন ছিল। তারা টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থবারের মতো ২৫০-র বেশি রান সংগ্রহ করেছে, যা কোনও দলের জন্য সর্বোচ্চ। তারা ভারত ও সারের রেকর্ড ছাপিয়ে গেছে। তবে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ভাঙতে তারা মাত্র দুই রানের জন্য ব্যর্থ হয়। রাজস্থানের বিরুদ্ধে তারা ২৮৬/৬ রান করে, যেখানে গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা ২৮৭/৩ রান করেছিল।
ইশান কিষান সানরাইজার্সের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, মাত্র ৪৫ বলে তার আইপিএল কেরিয়ারের প্রথম শতক পূর্ণ করেন। আইপিএল ২০২৫ রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে পরাজিত করে সানরাইজার্স তাদের অভিযানের সূচনা দুর্দান্তভাবে করেছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

