AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীদের নিরাপত্তা নিয়ে সাফজয়ী ঋতুপর্ণার প্রশ্ন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২৫ পিএম, ৮ মার্চ, ২০২৫
নারীদের নিরাপত্তা নিয়ে সাফজয়ী ঋতুপর্ণার প্রশ্ন

প্রতিনিয়তই পথে ঘাঠে হেনস্খার স্বীকার হচ্ছেন নারীরা।প্রতিদিনের সংবাদপত্রে ধর্ষণ, অপহরণ ও হত্যার খবর উঠে আসছে। এসবের অনেকটাই থেকে যাচ্ছে আড়ালে। এর মাঝেই পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের সাফজয়ী তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

শনিবার (৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঋতুপর্ণা লেখেন, ‘আজ নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন-বাংলাদেশে আজ নারীরা কতটা নিরাপদ?’ তার এমন পোস্টে ফুটে উঠেছে তীব্র দুঃখ ও ক্ষোভ।

নিজের করা পোস্টে মন্তব্যের ঘরে তিনি আরও লিখেন, ‘আজ দেশে আমাদের কোনো প্রকার নিরাপত্তা নেই। ঘর থেকে বের হলেই ভয় কাজ করে। চারদিকে শুধু ধর্ষণ, খুন, অপহরণ-এই দেশ কবে ঠিক হবে?’

ঋতুপর্ণার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ এই বাস্তবতাকে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। তবে, এ নিয়ে ভিন্নমতও রয়েছে। কিছু মানুষ তার বক্তব্যকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজ ও প্রশাসনের দিক থেকে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। সাফজয়ী এই ফুটবলারের প্রশ্ন শুধু তার একার নয়, বরং দেশের লাখো নারীর আতঙ্কের প্রতিচ্ছবি।  


একুশে সংবাদ/ এস কে

Link copied!