আর মাত্র কয়েক দিন পর মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মূল মিশন। তবে তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে শান্তরা, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।
আইসিসির নিয়ম অনুযায়ী, সাধারণত গ্রুপপর্বে মুখোমুখি না হওয়া দলগুলোর বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলে অংশগ্রহণকারী দলগুলো। তবে এবারের আসরে অনেক দেশই প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি সেরেছে, আর পাকিস্তান,নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ শেষে সরাসরি মূলপর্বে নামবে।
অন্যদিকে, বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলগুলো এখনো বড় মঞ্চের আগে মাঠের প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। তাই নিজেদের ঝালিয়ে নিতে দু`দলই প্রস্তুতি ম্যাচ খেলবে।
১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই দিনে করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান শাহিনসের আরেক দল।
সম্পূর্ণ ওয়ার্ম-আপ সূচি:
১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান (লাহোর)
১৬ ফেব্রুয়ারি:নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান (করাচি)
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ (দুবাই)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :