AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন বুমরাহ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন বুমরাহ

ইনজুরির কারণে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। তার জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার হার্ষিত রানাকে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে অভিষেক হয় রানার। প্রথম দুই ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি বোলার। 

গত মাসে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পিঠের নীচের অংশে চোট পান ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ। এ ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না তিনি।ইনজুরির কারণে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি ৩১ বছর বয়সী বুমরাহ।

বুমরাহ ছাড়াও পূর্বে ঘোষিত ভারতের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আরও একটি পরিবর্তন হয়েছে। ব্যাটার যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার স্পিনার বরুণ চক্রবর্তী।

গত অক্টোবরে টি-টোয়েন্টি দলে ফেরার পর ১১ দশমিক ২৫ গড়ে ৩১ উইকেট নিয়েছেন বরুণ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ওয়ানডেতে অভিষেক হয় । ১০ ওভার বল করে ৫৪ রানে ১ উইকেট নেন এই স্পিনার। ওয়ানডের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি।পেসার মোহাম্মদ সিরাজ ও ব্যাটার শিবম দুবের সাথে ‘নন-ট্রাভেলিং বিকল্প’ হিসেবে রাখা হয়েছে জয়সওয়ালকে।

‘এ’ গ্রুপে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।


একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Shwapno
Link copied!